নোয়াখালীতে জামায়াতের আমিরের আগমনকে স্বাগত জানিয়ে আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) বিকেল ৫টায় মিছিল করেছে জেলা জামায়াত নেতাকর্মীরা। মিছিলটি জেলা জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের সবগুলো গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুধারাম মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন:
এদিকে নোয়াখালীতে জামায়াতের আমিরকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানান দলটির জেলা আমির ও নোয়াখালী-৪ আসনের দলটির মনোনীত প্রার্থী ইসহাক খন্দকার।
তিনি বলেন, ‘আগামীকালের জিলা স্কুল মাঠের নির্বাচনি জনসভায় লক্ষাধিক লোকের সমাগম হবে। জামায়াতে ইসলামীর সঙ্গে ১১ দলীয় জোটের নেতারাও এ সভায় উপস্থিত থাকবেন। জনসভাকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। পাশাপাশি জামায়াতের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও সক্রিয় থাকবে।’





