আজ (বুধবার, ২৮ জানুয়ারি) বেলা ১২টায় দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনি গণসংযোগে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকে দলীয় নেতাকর্মীর বাহিরে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিজ ঘর থেকে বের হয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা করছেন। এ উপস্থিতি প্রমাণ করে আগামী ১২ তারিখের নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে দেশ সেবার সুযোগ পাবে বিএনপি।’
তিনি বলেন, ‘ভোটে সবচেয়ে বেশি উদ্দীপনা দেখা যাচ্ছে তরুণ, নারী ও বৃদ্ধ ভোটারদের এ উপস্থিতি প্রমাণ করে আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে।’





