১৯ বছর পর বগুড়ায় ফিরছেন তারেক রহমান

বগুড়ায় জনসভা ও নির্বাচনি প্রচারণায় ব্যস্ত জেলা বিএনপি
বগুড়ায় জনসভা ও নির্বাচনি প্রচারণায় ব্যস্ত জেলা বিএনপি | ছবি: এখন টিভি
0

দীর্ঘ ১৯ বছর পর কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষ্যে জনসভাস্থল প্রস্তুতে ব্যস্ত নেতাকর্মীরা। বগুড়া-৬ আসন থেকে বিপুল ভোটে জয়ী করে সামনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান তারা।

বগুড়ার সন্তান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলাপকালে তাকে বলেছিলেন নিজ এলাকা ফুলতলায় একটি পার্কের কথা। ঘরের ছেলের ঘরে ফেরা উপলক্ষ্যে তার উদ্যোগে নির্মিত পার্ক আনন্দ সরোবরের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। ২০০৬ সালে তৈরি হওয়া পার্কটি রাজনৈতিক কারণে এতদিন অবহেলিত ছিল, এখন ফিরেছে নতুন রূপে।

শুধু পার্ক নয়, তারেক রহমানের উদ্যোগে নির্মিত রাস্তাঘাটসহ সকল অবকাঠামো সাজানো হচ্ছে নতুন সাজে। নেতাকর্মীরা অধীর আগ্রহে আছেন তাদের প্রিয় নেতা ও বগুড়ার সন্তানকে বরণ করতে।

১৯ বছর আগে দলের সিনিয়র মহাসচিব হিসেবে তারেক রহমান বগুড়ায় এসেছিলেন। প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতা হয়ে আবারও আসছেন বগুড়ায়। তাকে স্বাগত জানাতে প্রস্তুত বগুড়াবাসী।

আরও পড়ুন:

নির্বাচনি আচরণবিধি মেনে সাজানো হয়েছে তার সফরের অনুষ্ঠান সূচি। ১৯ বছর পর নিজ জেলায় আগমন তাও আবার নির্বাচনি প্রচারণার মাধ্যমে। তার নির্বাচনি এলাকা বগুড়া-৬ আসনে তারেক রহমান যে ভোট পাবে তা ইতিহাস সৃষ্টি করবে প্রত্যাশা বিএনপি নেতাদের।

বগুড়া জেলা বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ‘দীর্ঘ ১৯ বছর পর যখন তিনি দেশে ফিরেছেন তখন বগুড়াবাসীর পক্ষে থেকে তাকে অভিনন্দন। আগামী দিনে আমাদের নেতা তারেক রহমানকে জয়ী করার পাশাপাশি সারাদেশেরও নেতৃত্ব তিনি দেবেন এটাই আমাদের চাওয়া।’

২৯ জানুয়ারি বগুড়ায় আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা ছাড়াও নির্বাচনি মাঠে প্রচারণায় অংশ নেয়ার কথা রয়েছে তার।

এএম