নেত্রকোণার দুর্গাপুরে যুবদলের কর্মী মনজুরুল। বিগত সময়ের লগি-বৈঠার আন্দোলনে রাজনৈতিক প্রতিহিংসার ছোবলে দু-হাতের কবজি হারান। ১৭ বছর দুর্বিষহ যন্ত্রণা বয়ে বেড়িয়েছেন মনজুরুল, পাননি ন্যায় বিচার। তাই প্রিয় নেতার কাছে ন্যায় বিচার প্রত্যাশার পাশাপাশি তার নেতৃত্বে দেশটা ভালো থাকুক তৃণমূলের বিএনপি কর্মী হিসেবে এটুকুই চাওয়া তার।
আনন্দ অশ্রুর মিশেলে ছলছলে চোখে মনজুরুল বলেন, ‘যার দুইডা হাত নাই, তার কি আছে ভাই? আমার দুইডা হাত কেন কাডলো আমি আজও জানলাম না। আমার নেতা তারেক রহমান বিদেশ থেইকা আমার খোঁজ নিছে। আজ আমার নেতারে সামনাসামনি দেহনের লাইগা রাত থেইকা আছি, নেতার লগে দেখা কইরা যামু, তার কথা শুনমু। তার মতো মানুষের নেতৃত্বে দেশটা উন্নতি করুক আমরা তা চাই।’
দীর্ঘ ২২ বছর পর গতকাল (মঙ্গলবার, ২৭ জানুয়ারি) ময়মনসিংহে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।তিনি নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে দুপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখেন।
দুপুর ১ টার পর থেকে সভাস্থলে ময়মনসিংহের সবকটি জেলা-উপজেলা দলীয় পতাকা হাতে উপস্থিত হতে থাকেন শত শত নেতাকর্মীরা। পুরুষের পাশাপাশি নারী কর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয় ব্রহ্মপুত্র নদের পাড়ে ঐতিহাসিক এ সার্কিট হাউস মাঠ।
আরও পড়ুন:
অপেক্ষার পালা শেষ করে জনতার মঞ্চে এসে তারেক রহমান জনতার উদ্দেশ্যে বলেন, ‘নেত্রকোণা শেরপুরসহ বিভিন্ন জায়গায় মাদকের সমস্যা রয়েছে। আমরা এ মাদক সমস্যার সমাধান করতে চাই। মাদক সমস্যা সমাধান করতে হলে, সেই তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। মানুষের যখন কাজ কর্ম ব্যবসা বাণিজ্য থাকবে তখন মানুষ মাদকের দিকে ঝুঁকবে না। আমরা সেই পরিবেশ তৈরি করতে চাই। আমরা চাই দেশে কারিগরি বেশি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি করতে, যাতে করে তারা দেশে বিদেশে কাজের সুযোগ পায়।’
এছাড়াও তিনি আরও বলেন, ‘এ বিভাগের আরেকটি বড় সমস্যা চিকিৎসা, জেলা হাসপাতালে শয্যা বাড়ানোসহ হেলথকেয়ারের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দৌড়গড়ায় পৌছে চাই আমরা।’
এছাড়া বিভাগের কৃষির সমস্যা সমাধানে, মৎস্য খাতকে উন্নত করতে বিদেশে রপ্তানির পথ সুগম করার আশ্বাস দেন তারেক রহমান।
এরপর বিভাগের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোণা ও জামালপুরের ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ধানের শীষে ভোট চান তারেক রহমান। এর আগে, সবশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধিসভা করেছিলেন।
ভোটের দিন ভোট দিলেই হবে না, কড়ায়-গন্ডায় ফল বুঝে নিতে হবে বলে জানান তিনি। ১২ তারিখের পর দেশকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করতে কোদল হাতে খাল-খননের আহ্বান জানিয়ে ময়মনসিংহের জনসভায় বক্তব্য শেষ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ময়মনসিংহের পর ঢাকার গাজীপুর ও আব্দুল্লাহপুর আব্দুল্লাহপুরে দুটি জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে তারেক রহমানের।





