নির্বাচন বাধাগ্রস্তের চেষ্টা চলছে, সবাইকে ভোটকেন্দ্রে থাকতে হবে: তারেক রহমান

তারেক রহমান
তারেক রহমান | ছবি: এখন টিভি
5

একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে ভোটারদের সতর্ক করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বর্তমানে একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, তাই সবাইকে নিজ নিজ ভোটকেন্দ্রে থাকতে হবে।

আজ (সোমবার, ২৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলায় নির্বাচনি সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘গত ১৫-১৬ বছরে ভোট দিতে পারেননি, কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছে। যারা করেছে, তারা দেশ ছেড়ে চলে গেছে। কিন্তু এখন অন্য একটি গোষ্ঠী নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’

আরও পড়ুন:

সবাইকে সচেতন থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যেসব মুসলমান ভাই আছেন, তারা ১২ তারিখে তাহাজ্জুদ পড়ে স্ব স্ব ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ আদায় করবেন। অন্য ধর্মের ভোটারদেরকেও সঙ্গে করে নিয়ে যাবেন, যাতে তারা সকাল সকাল ভোটকেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারেন।’

তিনি আরও বলেন, ‘ভোট দিয়ে চলে আসলেই চলবে না। ভোট দিয়ে ওখানে থাকতে হবে। কারণ আপনার যে ভোটটা দিলেন, এই ভোটের হিসাব কড়ায়-গণ্ডায় বুঝে আনতে হবে।’

জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে বক্তব্য রাখেন নোয়াখালী-৬ আসনে দলটির মনোনীত প্রার্থী মো. মাহবুবের রহমান শামিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুজ্জামান হাফিজসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।

এসএইচ