আজ (সোমবার, ২৬ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামির আলী।
তিনি জানান, ৭ ফেব্রুয়ারি জামায়াত আমিরের সিলেট বিভাগে মোট ৪টি কর্মসূচি রয়েছে। এর মধ্যে সকাল ১০টায় হবিগঞ্জে, দুপুর ১২টায় কুলাউড়ায়, পরবর্তীতে সুনামগঞ্জে এবং বিকেলে সিলেট শহরে পৃথক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
আরও পড়ুন:
ইয়ামির আলী আরও জানান, জন্মভূমিতে আমিরে জামায়াতের আগমনকে ঘিরে কুলাউড়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এরই মধ্যে জনসভাকে সফল করতে সর্বাত্মক প্রস্তুতি শুরু হয়েছে।
এছাড়া কুলাউড়ার এ নির্বাচনি জনসভায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।





