দলীয় সূত্র জানায়, আজ দুপুর ২টায় ফেনী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তারেক রহমান। পরে বিকাল ৪টার দিকে তিনি চট্টগ্রাম থেকে সড়কপথে ফেনী শহরের পাইলট হাইস্কুল মাঠে আরেকটি জনসভায় অংশ নেবেন।
এদিকে দীর্ঘ সময় পর সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পৈতৃক ভিটা ফেনীর জনপদে তারেক রহমানকে বরণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দলীয় প্রধানের আগমন ঘিরে স্থানীয় বিএনপির রাজনীতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আরও পড়ুন:
সরেজমিনে দেখা যায়, জনসভার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠের পূর্ব পাশে বিশাল মঞ্চ নির্মাণ, আধুনিক সাউন্ড সিস্টেম স্থাপন এবং বিদ্যুৎ সংযোগের কাজ শেষ। সভাস্থলের চারপাশে কয়েক স্তরের ব্যারিকেড তৈরি, নেতাকর্মীদের প্রবেশ ও বের হওয়ার পথ সুনির্দিষ্ট করার কাজ তদারকি করছেন দায়িত্বশীলরা। মাঠের পাশের ভবনে সাঁটানো হয়েছে তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে শহরজুড়ে অন্তত ১০টি পয়েন্টে বসানো হয়েছে বড় পর্দা।
দলীয় সূত্রে জানা যায়, জনসভায় ফেনী ছাড়াও নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। তিন জেলার বিভিন্ন সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এ জনসভায় পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এ ছাড়া, ২০২৪ সালের ৪ আগস্ট ফেনীতে অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে তার।
ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন,‘তারেক রহমানের এই জনসভা অতীতের সব রাজনৈতিক সমাবেশের রেকর্ড ভেঙে দেবে। এ লক্ষ্যে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ধানের শীষের প্রার্থীরা এ আয়োজন তদারকি করছেন।’





