নির্বাচিত হলে সরকার বৈধ সুবিধা গ্রহণ করবো না: সিরাজুল মামুন

গণসংযোগে এ বি এম সিরাজুল মামুন
গণসংযোগে এ বি এম সিরাজুল মামুন | ছবি: এখন টিভি
2

নারায়ণগঞ্জ-৫ আসনের ১০ দলীয় জোটের পাথী খেলাফত মজলিসের এ বি এম সিরাজুল মামুন বলেছেন, আমি যদি নির্বাচিত হই তবে সরকারি যেসব বৈধ সুবিধা আমার জন্য বরাদ্দ থাকবে তা আমি গ্রহণ করবো না। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) সকালে নির্বাচনি প্রচারণার সময় তিনি এ কথা বলেন।

গেল বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে শুরু হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে খেলাফত মজলিস, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ জোটবদ্ধ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মাঠে নেমেছেন। সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা নিজ নিজ এলাকায় লিফলেট বিতরণ ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রচারণা শুরু করেন। এর মাধ্যমে নির্বাচনি মাঠে বাড়তে শুরু করেছে সরব উপস্থিতি।

প্রচারণার তৃতীয় দিনে আজ সকাল ৮টা থেকে নগরীর চাষারা এলাকায় গণসংযোগ শুরু করেন ১০ দলীয় জোট সমর্থিত খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী এ বি এম সিরাজুল মামুন।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমি যদি নির্বাচিত হই তবে সরকারি যেসব বৈধ সুবিধা আমার জন্য বরাদ্দ থাকবে, তা আমি গ্রহণ করবো না। এ নগরীর উন্নয়নে সরকারি বরাদ্দের পাশাপাশি আমার জন্য বরাদ্দ করা ভাতাও সেখানে ব্যয় করা হবে। এ নগরীর মানুষ চাঁদাবাজি ও দখলদারিত্বের কারণে অতিষ্ঠ। ৫ আগস্টের পর মানুষের যে প্রত্যাশা ছিলো তা এখন ভেঙে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের অঙ্গিকার হলো, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে একটা নতুন যুগে প্রবেশ করবো। ইনশা আল্লাহ, এ নগরীর মানুষদের আমরা সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করবো।’

এসএস