জামায়াত আমিরকে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ‘অন্যতম বীর সেনাপতি’ আখ্যা নাহিদের

নাহিদ ইসলামের হাতে ‘পাল্লাকলি’ তুলে দিচ্ছেন ডা. শফিকুর রহমান
নাহিদ ইসলামের হাতে ‘পাল্লাকলি’ তুলে দিচ্ছেন ডা. শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
1

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের ‘অন্যতম বীর সেনাপতি’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ (বৃহস্পতিবার, ২২ জানুয়ারি) দুপুর ২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন তিনি।

বক্তব্যের শুরুতেই নাহিদ উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, ‘আজকের এই জনসমাবেশের ঢাকা-১৫ আসনে আজকের এ আয়োজনের আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, যাকে ঘিরে আজকের এ জনসমাবেশ ডা. শফিকুর রহমান। উনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংগ্রামী আমির। তবে এতটুক পরিচয় উনার জন্য বর্তমান বাংলাদেশে যথেষ্ট নয়। ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রধান কাণ্ডারি, ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের অন্যতম বীর সেনাপতি। যিনি এই বাংলার মাটিতে দাঁড়িয়ে নির্যাতিত হয়েছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন, কারাবরণ করেছেন, মজলুম জননেতা হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আমাদের সবার সৌভাগ্য যে, ঢাকা-১৫ আসন থেকে উনি নির্বাচনে দাঁড়াচ্ছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু হলো।’

আরও পড়ুন:

এদিকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড নিয়ে তীব্র সমালোচনা করেছেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘যে ২ থেকে ৩ হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বিএনপি বলছে, তা কারা পাবেন? যাদের প্রয়োজন তারা পাবেন কি? নাকি ২ হাজার টাকার কার্ড পেতে এক হাজার টাকা ঘুষ দিতে হবে?’

তিনি বলেন, ‘একদিকে তারা কার্ড দেয়ার কথা বলছেন, আরেক দিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিচ্ছে। যাদের মনোনয়ন দেয়া হচ্ছে; তারা তো আবার ক্ষমতায় গিয়ে লুট করবে। জনগণের টাকা মেরে খাবে, এমন ব্যক্তিদেরই নমিনেশন দিয়েছে দলটি।’

এনএইচ