ফয়জুল করিম বলেন, ‘বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুনভাবে অন্য কোনো জোটে যাওয়ার আর সুযোগ নেই। অবশ্যই শরিয়াভিত্তিক কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যদি আইন প্রণয়ন করে এবং সুযোগ হয়, তবে আবার হবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘নির্বাচনে প্রশাসন যেন একদিকে ঝুঁকে না পড়েন। দখলদারি কালো টাকার ব্যাবহার যাতে নির্বাচনে না হয়। লেভেল ফিল্ড তৈরি করার জন্য কোনো রাজনৈতিক নেতাকর্মীদের আসামি করা যাবে না।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে প্রশাসনের পক্ষ যদি হয়রানি করা হয়, তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না।’
এছাড়াও নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বরিশাল গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।





