ফরিদপুরে ভোটের মাঠে ২৮ প্রার্থী, মনোনয়ন প্রত্যাহার ৪ জনের

ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়
ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় | ছবি: এখন টিভি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে ভোটের মাঠে লড়বেন ২৮ জন প্রার্থী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চারজন প্রার্থী সরে দাঁড়ানোর পর জেলা রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনে ভোটের মাঠে লড়বেন ২৮ জন প্রার্থী। তাদেরকে চূড়ান্ত প্রার্থী হিসেবে জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষণা করা করেছেন। এছাড়া দুটি আসন থেকে চারজন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা স্বাক্ষরিত চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় ফরিদপুর-১ আসনে ৮ জন, ফরিদপুর-২ আসনে ৬ জন, ফরিদপুর-৩ আসনে ৬ জন এবং ফরিদপুর-৪ আসনে ৮ জন প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে।

এছাড়া ফরিদপুর-১ আসন থেকে ৩ জন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালিদ বিন নাছের, জাতীয় ঐক্যজোটের প্রার্থী ও জাতীয় পার্টি (জেপি) সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শরাফত এবং ফরিদপুর-২ আসন থেকে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো: জয়নুল আবেদীন বকুল মিয়া।

চূড়ান্ত ২৮ জনের মধ্যে ফরিদপুর-১ আসনে (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) রয়েছেন ৮ জন। তারা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও জামায়াত সমর্থিত জোটের মো. ইলিয়াস মোল্লা, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মৃন্ময় কান্তি দাস, জাতীয় পার্টির প্রার্থী সুলতান আহমেদ খান। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে রয়েছেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলার আহ্বায়ক মো. হাসিবুর রহমান, আরিফুর রহমান দোলন, মো. আবুল বাসার খান ও মো. গোলাম কবির মিয়া।

আরও পড়ুন:

ফরিদপুর-২ আসনে চূড়ান্ত ৬ প্রার্থীর মধ্যে রয়েছেন- বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগীয়) শামা ওবায়েদ ইসলাম, জামায়াত সমর্থিত জোটের বাংলাদেশ খেলাফত মজলিসের মো. আকরাম আলী, গণঅধিকার পরিষদের ফারুক ফকির, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ মো. জামাল উদ্দিন, বাংলাদেশ কংগ্রেসের মো. নাজমুল হাসান ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আকরামুজ্জামান।

ফরিদপুর-৩ আসনে চূড়ান্ত ৬ প্রার্থীর মধ্যে রয়েছেন- বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আবদুত তাওয়াব, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. রফিকুজ্জামান মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের কে এম ছরোয়ার, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আরিফা আক্তার বেবী ও স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফ।

ফরিদপুর-৪ আসনে চূড়ান্ত ৮ জন প্রার্থীর মধ্যে রয়েছেন- বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. সরোয়ার হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের মিজানুর রহমান, জাতীয় পার্টির রায়হান জামিল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আতাউর রহমান এবং দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে রয়েছেন- এ এ এম মুজাহিদ বেগ ও মুহাম্মদ মজিবুর হোসাইন।

প্রসঙ্গত, চারটি আসন থেকে মোট ৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে ৬ জনের প্রার্থীতা যাচাই-বাছাইকালে বাতিল হয় এবং সর্বশেষ ৪ জন প্রার্থী প্রত্যাহার করে নিয়েছেন।

এএম