নতুন রাজনৈতিক প্লাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

‘এনপিএ’ আত্মপ্রকাশ
‘এনপিএ’ আত্মপ্রকাশ | ছবি: সংগৃহীত
0

নিউ পলিটিক্যাল অ্যাকশন (এনপিএ) নামে একটি নতুন রাজনৈতিক প্লাটফর্ম আত্মপ্রকাশ করেছে। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) বিকেল ৩টায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে নতুন এ প্লাটফর্মটি আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করা হয়।

পাঁচ মূলনীতি এবং সাত লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এনপিএ তাদের কার্যক্রম শুরু করেছে। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষাই তাদের মূলমন্ত্র।

আরও পড়ুন:

জানা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাংশ ও বামপন্থি সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন অ্যাকটিভিস্টদের নিয়ে তৈরি করা হয়েছে এ প্লাটফর্ম। এদিকে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তত ২৮টির বেশি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

এসএস