ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৩ জানুয়ারি দুপুর ১২টায় নির্বাচন কমিশনের উদ্দেশে ‘মার্চ টু ইসি’ কর্মসূচি এবং সেখানে স্মারকলিপি প্রদান করা হবে। এছাড়া ১৪ জানুয়ারি দেশের সব বিভাগীয় শহরে বিভাগীয় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে মার্চ ও স্মারকলিপি প্রদান করা হবে।
আরও পড়ুন:
সংবাদ সম্মেলনে জুলাই ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসিত হতে পারে, তাদের প্রার্থিতা বাতিল না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলেও দাবি করেন সংগঠনের নেতারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জুলাই ঐক্যের অন্যতম সংগঠক প্লাবন তারেক, মুসাদ্দেক আলি ইবনে মোহাম্মদ, এবি জুবায়ের, ইসরাফিল ফরাজী ও মুন্সি বুরহান মাহমুদ।
দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান নেতারা।





