খালেদা জিয়ার মৃত্যুতে জাপানের শোক

খালেদা জিয়া ও জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি
খালেদা জিয়া ও জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি | ছবি: এখন টিভি
0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাপান। দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে তার অবদানের কথা স্মরণ করেছে দেশটি। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি এক শোকবার্তার মাধ্যমে এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় বলা হয়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সম্মানিত চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে আমরা গভীরভাবে শোকাহত।’

তিনি বলেন, ‘জাপান বেগম খালেদা জিয়ার পরিবার, বিএনপির নেতাকর্মী এবং বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

আরও পড়ুন:

দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তার ভূমিকার কথা স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, ‘প্রধানমন্ত্রী থাকাকালে মহামান্য বেগম খালেদা জিয়া দুইবার জাপান সফর করেন, যা আমাদের দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।’

তিনি বেগম খালেদা জিয়ার নিষ্ঠাবান প্রচেষ্টা ও উল্লেখযোগ্য অবদানের জন্য জাপান সরকারের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। শোকবার্তায় তিনি তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

ইএ