সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ে ভিড় জমান সমর্থকরা। বেলা সাড়ে এগারোটার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসেন মির্জা ফখরুল ও নেতাকর্মীরা। এর আগে দলীয় কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়। মনোনয়ন জমা দেয়ার শেষে মির্জা ফখরুল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
আরও পড়ুন:
মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে।’ নির্বাচনের জয় পেলে সামাজিক সাংস্কৃতিক অর্থনৈতিক শিক্ষা সহ যেসব দিকে পিছিয়ে আছে সেসবের উন্নয়নের আশ্বাস দিয়েছেন বিএনপি মহাসচিব। এছাড়াও মনোনয়ন দেয়ায় দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।





