এরই প্রেক্ষিতে এ দিন রাতে এক যৌথ বিবৃতিতে নিন্দা ও উদ্বেগ জানান সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
বিবৃতিতে তারা বলেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে একটি চক্র পরিকল্পিতভাবে একের পর এক চোরাগোপ্তা ও সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। দুঃখজনকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তা ও দায়িত্বহীনতার সুযোগে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এরই পরিণতিতে শহিদ ওসমান হাদির মতো বিপ্লবী এবং সিয়ামের মতো যুবকদের জীবন দিয়ে এর মূল্য পরিশোধ করতে হচ্ছে।
তার আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী দেশের ইতিবাচক রূপান্তরের এ সংবেদনশীল সময়ে এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই স্বাভাবিক বা বিচ্ছিন্ন ঘটনা নয়। যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চায় এবং বিদেশি আধিপত্যবাদী স্বার্থ এ দেশে টিকিয়ে রাখতে আগ্রহী, তারাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এসব নৈরাজ্য সৃষ্টির পেছনে জড়িত।
আরও পড়ুন:
বর্তমান দেশের ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে তার বলেন, গতকাল নোয়াখালীতে চর দখলকে কেন্দ্র করে পাঁচজন নিহত হওয়ার ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে দখলদারিত্ব, আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলে একের পর এক হত্যাকাণ্ড প্রমাণ করে যে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহভাবে অবনতি ঘটেছে। এসব ঘটনার দায় সরকার ও সংশ্লিষ্ট রাজনৈতিক দল কোনোভাবেই এড়াতে পারে না।
বিবৃতিতে অবিলম্বে মগবাজারের ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়। একই সঙ্গে প্রশাসনকে দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
তারা বলেন, দেশপ্রেমিক ও সচেতন জনগণকে আইনসম্মত ও শান্তিপূর্ণ উপায়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।





