হাদি গুলিবিদ্ধের ঘটনায় তারেক রহমানের নিন্দা

গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি; তারেক রহমান
গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি; তারেক রহমান | ছবি: সংগৃহীত
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ (শুক্রবার, ১২ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে নিন্দা জানান তিনি।

হাদির ঘটনার সুষ্ঠু তদন্তে বিএনপি সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।

আরও পড়ুন:

এর আগে, এ ঘটনার পরই নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেয় বিএনপি।

উল্লেখ্য, আজ শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে গুলি করা হয়। দুপুর আড়াইটার দিকে বক্স কালভার্ট এলাকার সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

এসএইচ