খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত; চিকিৎসায় যুক্তরাজ্য-চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া | ছবি: সংগৃহীত
0

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকায় যুক্তরাজ্য ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল বাংলাদেশি চিকিৎসক দলের সঙ্গে সমন্বয় করে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন।

উন্নত চিকিৎসা নিশ্চিতে মঙ্গলবার (২ ডিসেম্বর) ইন্টেন্সিভ কেয়ার বিশেষজ্ঞ ডা. রিচার্ড বিয়েল ও গতকাল (বুধবার, ৩ ডিসেম্বর) রাতে চীনের চারজন বিশেষজ্ঞ চিকিৎসকের দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে যোগ দিয়েছেন।

এদিকে বেগম জিয়াকে অন্তর্বর্তী সরকার অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার পর হাসপাতাল এলাকায় বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন:

হাসপাতালের প্রধান ফটক কাঁটাতারের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলার পাশাপাশি স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন।

এরই অংশ হিসেবে হাসপাতালের নিকটবর্তী দুটি মাঠে বেলা ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়নের কথা রয়েছে। এ নিয়ে অপপ্রচার বা বিভ্রান্তি না ছড়াতে সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

এসএইচ