তারেক রহমান শিগগিরই দেশে চলে আসবেন: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ | ছবি: সালাহউদ্দিনের ফেসবুক
1

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে চলে আসবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

গতকাল (সোমবার, ১ ডিসেম্বর) রাতে বিএনপির স্থায়ী কমিটির নিয়মিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে রাত সাড়ে ৮টায় শুরু হওয়া বৈঠক শেষ হয় রাত ১১টায়।

আরও পড়ুন:

বৈঠকে রাজনৈতিক আলোচনার পাশাপাশি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েও আলোচনা হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমেদ।

এসএইচ