আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আগামীর বাংলাদেশ হবে মেধাবীদের নেতৃত্বে দাবি করে তিনি বলেন, ‘বিএনপি এই প্রত্যাশাকে ধারণ করেছে। বিএনপির বাজেটে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। সবার জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি গ্রামেগঞ্জে ইন্টারনেট সেবা পৌঁছে দিয়ে স্কিল সেন্টার, ডাটা সেন্টার চালু করা হবে।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘পৃথিবীর সঙ্গে আমরা কীভাবে যুক্ত হবো তাও নির্ধারণ করে রেখেছে বিএনপি। আগামী দিনের চ্যালেঞ্জ বৈশ্বিক চ্যালেঞ্জ, যা লেখাপড়ার মানোন্নয়নের মধ্য দিয়ে মোকাবিলা করবে বিএনপি। এজন্য আগামী দিনের শিক্ষা কেমন হবে, শিক্ষার রূপরেখা কেমন হবে, স্কুলের কারিকুলাম কী হবে সব আগে থেকে নির্ধারণ করেছে বিএনপি।’





