বিএনপি এখন শহিদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে না: ছাত্রশিবির সভাপতি

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম
ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম | ছবি: এখন টিভি
0

বিএনপি এখন আর শহিদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে না বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। তিনি বলেছেন, বিএনপি স্বেচ্ছাচারিতা দলে পরিণত হয়েছে।

আজ (শনিবার, ২২ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে উন্নয়ন ফোরামের আয়োজনে ছাত্র-যুব উৎসব অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেয়ার সময় এসব কথা বলেন তিনি।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘বিএনপি এখন হাসিনার কার্যক্রমের অংশ। আওয়ামী লীগের রেখে যাওয়া কাজগুলো তারা এখন করছে, আমরা এটি মেনে নেবো না, দেশের ক্ষতি আমরা হতে দেবো না।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে তথাকথিত বন্ধু রাষ্ট্র ভারত আমাদের মানুষকে গুলি করে মেরেছে, নদীগুলোকে পানি না দিয়ে শুকিয়ে মারছে। তারা আমাদের বন্ধু নয়।’

তিনি আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে চাকরির জন্য কোনো নেতার পেছনে ছুটতে হবে নাম, শিক্ষিত দেখে মূল্যায়ন করা হবে। আর বিচারের জন্য যেতে হবে না বিচারকের দরজায়, সুষ্ঠু বিচার এসে আপনার দরজায় কড়া নাড়বে।’

এসএইচ