বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।
কাজী আলাউদ্দীন বলেন, 'মনোনয়ন ঘোষণার পর থেকে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও সক্রিয়তা আমাকে অনুপ্রাণিত করেছে। ঘরে বসে থাকলে চলবে না। উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড, সব পর্যায়ে সংগঠিতভাবে মাঠে থাকতে হবে। ভোটারদের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের জন্য ভোট চাইতে হবে। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের মাঠের বাস্তব বার্তা পৌঁছে দিতে হবে।'
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবাদুল ইসলাম।
সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।





