গোলাম পরওয়ার বলেন, ‘একজন সরকার প্রধানের সর্বোচ্চ শাস্তি দেশের ইতিহাসে প্রথম এবং এ কারণে এটা স্মরণীয় হয়ে থাকবে। বিচারকদের রায়ে ফুটে উঠেছে যে অপরাধীরা কি পরিমাণ নিষ্ঠুর ঘৃণ্য প্রতিহিংসামূলক অপরাধ করেছে। আমরা মনে করি বিচারের ব্যাপারে প্রশ্ন তোলার সুযোগ নেই। বিচার স্বচ্ছ নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের হয়েছে’।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতি আইনের শাসন ও বিচারের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। এদেশের ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষা ছিলো ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধের বিচার দৃশ্যমান করার। আংশিক হলেও ট্রাইব্যুনালের রায়ে জাতির আশা কিছুটা পূর্ণ হয়েছে’।
এর আগে ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের যে বিচার হয়েছে তা ছিলো প্রশ্নবিদ্ধ বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘সে আদালতের রায় বিচারক সব ছিল সাজানো। সে বিচার ছিলো ইতিহাসের শ্রেষ্ঠ মিথ্যাচার। কিন্তু আজকের বিচার হলো যথার্থ নিরপেক্ষ স্বচ্ছ ও প্রশ্নাতীত একটি বিচার।’
এর আগে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ বিবেচনায় নিয়ে দু’টিতে মৃত্যুদণ্ড এবং আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে।
একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে





