শেখ হাসিনার রায় বাংলাদেশের ইতিহাসে মাইলফলক: নাসীরুদ্দীন পাটওয়ারী

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী | ছবি: এখন টিভি
0

শেখ হাসিনার রায় বাংলাদেশের ইতিহাসে মাইলফলক বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ (রোববার, ১৬ নভেম্বর) রাতে জাতীয় যুবশক্তির কার্যালয়ে এনসিপি নেতা সারজিস আলমের মনোনয়ন ফরম সংগ্রহের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এসময় নাসীরুদ্দীন পাটওয়ারী শেখ হাসিনাকে দাগী আসামি উল্লেখ করে ভারতকে শেখ হাসিনাকে ফেরত দেয়ার আহ্বান জানান। তাকে ফেরত না দেয়া পর্যন্ত দুই দেশের মধ্যে সমতার ভিত্তি রচিত হতে পারে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুন:

এছাড়াও, নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে দাবি করেন তিনি। সফরে কি নিয়ে আলোচনা হয়েছে তা পরিষ্কার করতে হবে বলেও মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী।

এদিকে, পঞ্চগড় এক আসনে এনসিপির পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সারজিস আলম। এসময় নির্বাচিত হলে পঞ্চগড়ের শিক্ষা ও স্বাস্থ্য পর্যটন ও গ্রিন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করার কথা জানান তিনি।

এফএস