নির্বাচনের তফসিল ঘোষণা হলেও গণভোট করতে আইনগত বাধা নেই: তাহের

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের | ছবি: এখন টিভি
1

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলেও গণভোট করতে আইনগত বাধা নেই বলে জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, ‘ডাকসুসহ সাম্প্রতিক ছাত্র সংসদ নির্বাচনের পর একটি দল অন্য কোনো নির্বাচন মানতে পারছে না বলেই গণভোট চায় না তারা।

আজ (শুক্রবার, ৭ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গণভোট জাতীয় নির্বাচনের আগে হলে ৮০% মানুষ সংস্কারের পক্ষে ভোট দিবে। একটি দল সংস্কার চায় না বলেই গণভোট চায় না।

ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘বর্তমান সময়ে বিএনপি বড় ও জনপ্রিয় দল হলেও তা জিয়াউর রহমানের সময়ের মত জনপ্রিয় কিনা তা নিয়ে প্রশ্ন আছে।’

দেশের মানুষ গণতন্ত্র ও পরিবর্তন চায় উল্লেখ করে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘আগামী নির্বাচনে জনগণ দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত দলকেই ভোট দিবে।’

এএইচ