এসময় ড. খন্দকার মোশাররফ হোসেন ফেব্রুয়ারিই নির্বাচন অনুষ্ঠানের সর্বোত্তম সময় বলে জানান। তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণার আগে পিআরের আলোচনা তুলেও ষড়যন্ত্র চলছে।’
বিএনপির এই নেতা বলেন, সমসাময়িক রাজনীতির মূল কথা হলো নির্বাচন। অন্তর্বর্তী সরকারকে সমর্থন করার পাশাপাশি দ্বিতীয় কথা ছিল, যত দ্রুত সম্ভব এই সরকার নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। অন্তর্বর্তী সরকারও গণমাধ্যমে জনগণকে এ বিষয়ে আশ্বাস দিয়েছে।
আরও পড়ুন:
নির্বাচনের প্রস্তুতি হিসেবে দলের প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘দল এরই মধ্যে ঘোষণা করেছে, তবে কেউ কেউ ষড়যন্ত্র করছে। পিআর লাগবে, তবে এর ব্যাখ্যা যথাযথভাবে দেয়া হচ্ছে না।’
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘হাসিনা পরবর্তী বাংলাদেশ কোথায় যাবে সেই ধারণা তারেক রহমানের আগে কেউ করেননি, সেই অনুযায়ী ৫ আগস্টের দেড় বছর আগে সংস্কার ও জাতীয় সরকারের চিন্তা করেছেন। সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে চান তারেক রহমান।’





