এসময় কর্নেল অলি বলেন, ‘দেশের অবস্থা ভালো নয়। দেশে রক্তপাত হচ্ছে, বিএনপির নমিনেশন নিয়ে বিভিন্ন জায়গায় গোলাগুলি হয়েছে, মারামারি হচ্ছে। সমগ্র বাংলাদেশ একটা অশান্ত পরিবেশের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। কেউ তুলছে চাঁদা, কেউ দখল করছে, এভাবেই চলছে দেশে।’
আইনশৃঙ্খলার চরম অবনতিতে ক্ষোভ প্রকাশ করেন কর্নেল অলি। প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারকে আরও শক্ত হাতে দেশ চালানোর পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন:
এসময় বক্তারা বলেন, ‘সব কিছুর দাম বাড়ছে। শেখ হাসিনা ও লুটপাটকারীরা ১৩৪ বিলিয়ন ডলার লুট করে নিয়ে গেছে। এ টাকা যদি বাংলাদেশে থাকতো তাহলে দেশ আজ পৃথিবীর অন্যতম ধনী দেশ হিসেবে পরিচিতি লাভ করতো।’
লুটপাটকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এলডিপি প্রেসিডেন্ট।





