নির্বাচনে ধানের শীষ রেকর্ড ভোটে জয়যুক্ত হবে: বিএনপি প্রার্থী ওয়াহাব

প্রচার মিছিল
প্রচার মিছিল | ছবি: এখন টিভি
0

বিএনপি ঘোষিত প্রার্থী তালিকায় স্থগিত রাখা ময়মনসিংহ-৪ (সদর) আসনে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। আগামী নির্বাচনে তার আসনে ধানের শীষ রেকর্ড পরিমাণ ভোটে জয়যুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এই প্রার্থী।

এসময় মিছিল পূর্ব সমাবেশে দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানানো হয়।

আজ (বুধবার, ৫ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃঞ্চচূড়া চত্বর থেকে এ প্রচার মিছিলটি শুরু হয়ে গাঙ্গিনাপাড়, নতুন বাজার ঘুরে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরও পড়ুন:

প্রচার মিছিল পূর্ব এক সমাবেশে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘২০১৮ সালে এ আসনে (ময়মনসিংহ-৪ সদর) দল আমাকে মনোনয়ন দিয়েছিল। ওই নির্বাচনে ময়মনসিংহ সদর আসন সর্বোচ্চ ভোটের দিক থেকে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছিল। আগামী নির্বাচনেও এ আসনে ধানের শীষ রেকর্ড পরিমাণ ভোট পেয়ে জয়যুক্ত হবে। এজন্য এখন থেকেই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এসএস