গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী যারা

গাজীপুরে চারটি আসনে বিএনপি ঘোষিত প্রার্থী
গাজীপুরে চারটি আসনে বিএনপি ঘোষিত প্রার্থী | ছবি: সংগৃহীত
0

গাজীপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে চারটিতে প্রার্থিতা ঘোষণা করা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ (সোমবার, ৩ নভেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নাম ঘোষণা করেন।

এতে গাজীপুরের চারটি আসন থেকে মনোনয়ন প্রাপ্তরা হলেন- গাজীপুর-২ আসনে সাবেক মন্ত্রী ও মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর-৩ আসনে বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

আরও পড়ুন:

এছাড়া গাজীপুর-৪ আসনে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নান এবং গাজীপুর-৫ আসনে জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন। তবে গাজীপুর-১ ও গাজীপুর-৬ আসনের প্রার্থিতা ঘোষণা করা হয়নি।

এদিকে প্রার্থীতা ঘোষণার পর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে নেতাকর্মীরা।

এসএস