নির্বাচন উপলক্ষে কেন্দ্রভিত্তিক আইটি সেল গঠনের নির্দেশ গোলাম পরওয়ারের

সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার | ছবি: এখন টিভি
0

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর সামাজিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে কেন্দ্রভিত্তিক আইটি সেল গঠন করার নির্দেশ দিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের। আজ (বুধবার, ২৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা ফোরাম আয়োজিত এক প্রীতি সমাবেশে এ নির্দেশনা দেন তিনি।

তিনি বলেন, ‘প্রতি সপ্তাহে ভোটারদের নিয়ে ভোটার সমাবেশ করে জামায়াত ক্ষমতায় গেলে কি কি করবে সেই স্বপ্ন দেখাতে হবে মানুষকে। ভোটার তালিকা দেখে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে।’ একইসাথে সামাজিক যোগাযোগমাধ্যমেও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে সরব থাকার পরামর্শও দেন তিনি।

আরও পড়ুন:

এ সময় ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামসহ লক্ষ্মীপুর জেলার জামায়াতের প্রার্থী ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

ইএ