আজ (শুক্রবার, ১৭ অক্টোবর) বিকেলে মিরপুরে ঢাকা-১৫ আসনের আয়োজন করা শ্রমিক সমাবেশে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জাতীয় আন্দোলনের সময় যারা জানমাল দিয়েছেন, তারা আজও নিরাপত্তাহীনতায় আক্রান্ত ,আগে জুলুমকারী শাসনের হাতে মার খেয়েছেন, এখন একইভাবে ইন্টেরিম সরকারের পুলিশের হাতে মার খাচ্ছেন, যা লজ্জার বিষয়।’
একই সভায় তিনি দাবি করেন, ‘জামায়াতে ইসলামী সরকার গঠন করলে কোনো চাঁদাবাজি বা অন্যায় প্রশ্রয় দেয়া হবে না; সবাইকে সমান অধিকার দেবেন এবং কোনো জাতি, ধর্ম বা শ্রেণির প্রতি বৈষম্য বরদাশত করা হবে না।’
শুভেচ্ছা ও সমর্থনবাণীর পাশাপাশি বক্তারা শ্রমিকদের সংগঠিত থাকার আহ্বান জানান এবং বলেন, ‘জামায়াতের লড়াই চলবে, যতদিন না পর্যন্ত সামাজিক অন্যায় দূর হয়।’ সভায় স্থানীয় কর্মী ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন পরিস্থিতি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।





