দৈনিক বাংলা মোড়ের মানববন্ধনে সভাপতিত্ব করেন মহানগর দক্ষিণের সেক্রেটারি মাওলানা রাকীবুল ইসলাম, এবং সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ইমদাদ বিন সায়েদুদ্দীন।
এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ এবং প্রধান আলোচক ছিলেন মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ।
আরও পড়ুন:
প্রধান অতিথি মাওলানা ইউসুফ আশরাফ বলেন, ‘জুলাই সনদ জাতির চেতনার প্রতীক। এটি বাস্তবায়িত হলে দেশ ন্যায়, নীতি ও সমতার পথে অগ্রসর হবে। জনগণের প্রত্যাশা পূরণের জন্য সরকারকে অবিলম্বে এই সনদ বাস্তবায়ন করতে হবে।’
প্রধান আলোচক মাওলানা জালালুদ্দিন আহমাদ বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক রাজনীতির পক্ষে। জুলাই সনদ জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি করবে। তাই এর দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। জনগণের দাবি উপেক্ষা করা হলে আমরা বৃহত্তর কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো।’
তিনি বলেন, ‘শহিদদের রক্তে রচিত জুলাই সনদের লক্ষ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।’
মাওলানা জালালুদ্দিন আহমাদ এ লক্ষ্য বাস্তবায়নে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।





