সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের পরিচালক হাবিবুর রহমান জানান, ওই যাত্রীকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে সে ঝুঁকিমুক্ত ছিলেন।
আরও পড়ুন:
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শহিদার রহমান বলেন, ‘চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেন কুমিল্লার ময়নামতি রেল স্টেশন অতিক্রম করাকালে দুর্বৃত্তদের পাথর নিক্ষেপে যাত্রীবাহী বগির জানালার কাঁচ ভেঙে এক যাত্রী আহত হন।’
তিনি বলেন, ‘এ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে পাথর নিক্ষেপকারী দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রয়েছে।’





