জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘নির্বাচনে ভোটকেন্দ্র শক্তভাবে পাহাড়া দিতে হবে, যারা জিতবে তাদেরই জামায়াত অভিনন্দন জানাবে।’ এসময় তিনি বলেন, ‘ক্ষমতায় আসলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে জামায়াত।’
ক্ষমতায় আসলে প্রথমে শিক্ষা ব্যবস্থা সংস্কার করবে তার দল উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে আর লুটপাট হবে না, সাম্যতা নিশ্চিত হবে।’
অর্থ খাতে যে লুটপাট চলছে ক্ষমতায় এলে এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘দেশ পরিচালনার দায়িত্ব পেলে বিদেশিদের ব্যবসায় বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করা হবে। দেশ থেকে নষ্ট রাজনীতির পুরো চক্র ঘুরিয়ে দেবে জামায়াত বলেও মন্তব্য করেন তিনি।





