‘সুষ্ঠু নির্বাচন হলে একটি দল ক্ষমতার ধারে কাছেও আসতে পারবে না’

জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন
জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন | ছবি: বাসস
0

সুষ্ঠু নির্বাচন হলে একটি দল ক্ষমতার ধারে কাছেও আসতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

আজ (শুক্রবার, ৩ অক্টোবর) বিকেলে সংসদের উভয় কক্ষে পিআর ও আওয়ামী লীগের গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে রাজধানীর বাড্ডা থানায় জামায়াত আয়োজিত সমাবেশে এমন মন্তব্য করেন তিনি। 

এসময় একটি দলকে উদ্দেশ্য করে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘তারা লেভেল প্লেয়িং ফিল্ডের কথা মোটেই বলে না, অস্ত্র উদ্ধারের কথা বলে না, সন্ত্রাসী গ্রেপ্তারের কথা বলে না, চাঁদাবাজ ধরার কথা বলে না। এ থেকে বোঝা যায়, এ দলটা দেউলিয়া হয়ে গেছে। সঠিকভাবে সুষ্ঠু নির্বাচন হলে তারা আর ক্ষমতার ধারে কাছেও আসতে পারবে না।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘একসময়ের ভারতবিরোধী দলটি এখন ভারত প্রেমে মশগুল।’ এসময় যেন তেন নির্বাচন করতে চাইলে জনগণ হাসিনার মতোই অবস্থা করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

একই সমাবেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেন, ‘একটি দলের ভয়ে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিলে নির্বাচন সুষ্ঠু হবে না।’

জামায়াত নির্বাচনে কেন্দ্র পাহাড়া দেবে উল্লেখ করে তিনি বলেন, ‘কেউ ভোটকেন্দ্র দখল করতে আসলে জনগণ পাকরাও করবে।’

এসএইচ