‘একটি দল ক্ষমতায় যেতে ইসলামী আন্দোলন সম্পর্কে মিথ্যা প্রচার করছে’

ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম
ইসলামি আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম | ছবি: সংগৃহীত
0

একটি দল ক্ষমতায় যেতে মরিয়া হয়ে ইসলামী আন্দোলন সম্পর্কে মিথ্যা তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

আজ (শুক্রবার, ৩ অক্টোবর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘কল্যাণরাষ্ট্র বিনির্মাণে মহিলা সমাজের গুরুত্ব’— শীর্ষক সেমিনারে তিনি এ অভিযোগ করেন। 

তিনি বলেন, ‘স্বাধীনতার পর যাদের হাতে দেশ শাসিত হয়েছে, তারা বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে এবং দেশের অর্থ বিদেশে পাচার করেছে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘সৃষ্টি যার, এ দেশের আইন চলবে তার নির্দেশে। আল্লাহর আইন বাদ দিয়ে মানবরচিত মতবাদ দিয়ে শাসন করায় দেশে অরাজকতা সৃষ্টি হয়েছে।’ 

সৈয়দ রেজাউল করিম বলেন, ‘ইসলামই নারীদের প্রকৃত মর্যাদা দিয়েছে। ইসলাম ব্যতীত এদেশে নারীরা কখনো সম্মান পায়নি, বরং ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবেই ব্যবহৃত হয়েছে।’ এর আগে, সম্মেলনে ইসলামী আন্দোলনের নারী শাখার কমিটি গঠন করা হয়।

এসএইচ