মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার লড়াই করছে: তারেক রহমান

বিএনপির সম্মেলন ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন তারেক রহমান
বিএনপির সম্মেলন ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলছেন তারেক রহমান | ছবি: এখন টিভি
0

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার জন্য লড়াই করেছে। আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘মানুষ নিজের রাজনৈতিক অধিকার ফিরে পাওয়ার লড়াই করছে। অন্তর্বর্তী সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে তার ৯০-৯৫ ভাগ বিএনপি আড়াই বছর আগেই দিয়েছে।’

তারেক রহমান বলেন, ‘দেশের মানুষের রাজনৈতিক, ভোটের অধিকার, কর্মসংস্থান ও নিরাপত্তার প্রশ্নে বিএনপির সঙ্গে কারো কোনো দ্বিমত নেই। জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার হতে হবে, জবাবদিহিমূলক সরকার।’

আরও পড়ুন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেখানে বিএনপির একটি লক্ষ্য হচ্ছে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা। ফেব্রুয়ারি মাস পর্যন্ত নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকতে পারলে একটি সফল জনরায় আমাদের পক্ষে আনা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘নেতাকর্মীদের সবাইকে অত্যন্ত সচেতন থাকতে হবে, কেউ যেন বিএনপির নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে কিংবা জনগণের মাঝে বিভ্রান্ত ছড়াতে না পারে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচার পালালে অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে আমার একবছর আগের এ বক্তব্য এখন দৃশ্যমান হচ্ছে।’

এএইচ