একটি বিশেষ মহল চায় বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে: মির্জা ফখরুল

কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: বিএনপির ইউটিউব থেকে
0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি বিশেষ মহল বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। বিশেষ মহল চায় বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় আসতে না পারে। আজ (শনিবার, ২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আলোচিত সংস্কারের সব দিক বিএনপির ৩১ দফায় উল্লেখ আছে। এ দফাগুলো বাংলাদেশকে সফল রাষ্ট্র পরিণত করার দফা।’

তিনি বলেন, ‘বিএনপির বিরুদ্ধে অন্যায়, মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে বিএনপি ইসলাম ধর্মে বিশ্বাস করে না।তারা জাতিকে বিভ্রান্ত করছে।’

আরও পড়ুন:

গণহত্যার মতো কাজের সাথে জড়িত আপনারা, আওয়ামী লীগের সাথে জোট করেছেন বলেও জানান তিনি। মির্জা ফখরুল বলেন, ‘আপনারা বিএনপির সঙ্গে আসন ভাগ করে রাজনীতি করেছেন, অতীত ভুলে গেলে হবে না।’

আপনারা আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছিলেন, বিএনপি আন্ডারগ্রাউন্ড পার্টি নয় বলেও জানা তিনি।

সেজু