জয়নাল আবেদীন শিশির বলেন, ‘সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান হওয়া আমাদের লক্ষ্য নয়। আমরা চাই চাঁদাবাজমুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দারিদ্রমুক্ত বাংলাদেশ। আমাদের একটি নতুন সংবিধান লাগবে। মুজিববাদী সংবিধান চলবে না। যেই সংবিধান দিয়ে ভোট ছাড়া শেখ হাসিনা জোর করে ১৭ বছর ক্ষমতায় ছিলেন সে সংবিধান চাই না। যারা এ সংবিধানের পক্ষে কথা বলবেন, মুজিববাদীর পক্ষে কথা বলবেন, মুজিববাদের পক্ষে কথা বলবেন, তাদের সাথে নতুন সংবিধানের জন্য রক্ত দিয়ে যুদ্ধ হবে।’
এনসিপির নাঙ্গলকোট উপজেলার প্রধান সমন্বয়কারী আল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাফসা জাহান, কুমিল্লা জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী রাশেদুল ইসলাম, ঢাকা মহানগর নেতা শরীফ ওবায়দুল্লাহ ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতা আহমেদ ইসহাক।
আরও পড়ুন:
নাঙ্গলকোট উপজেলা এনসিপির সদস্য মীর মাহাদির সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন এনসিপি নেতা আরিফুল ইসলাম, ডা. ফয়সাল হোসেন, আল আমিন ইভান, ইঞ্জিনিয়ার সাবের হোসেন, শরীফ হোসেন ও সাদ্দাম হোসেনসহ আরও অনেকে।
মতবিনিময় সভা শেষে এনসিপির নেতাকর্মীরা চাঁদাবাজি বন্ধের দাবিতে নাঙ্গলকোট বাজারে বিক্ষোভ মিছিল করে।





