আজ ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন, পিআর পদ্ধতি ও গণভোটসহ কয়েক দফা দাবিতে রাজধানীতে একযোগে রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল।
এ দাবির প্রেক্ষিতে মির্জা ফখরুলকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, ‘আলোচনা ছাড়া রাজপথে কর্মসূচি দেয়া অহেতুক চাপ সৃষ্টি করা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়।’
রাজপথে আসলেই সমাধান হবে কি না? এ সময় এ প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। আলোচনার মধ্য দিয়েই কেবল সমাধান সম্ভব বলে মনে করছেন তিনি।
রাজপথে নেমে কর্মসূচিতে ইসলামী দলগুলো যেসব দাবি করেছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি দাবি হলো আগামী নির্বাচনে পিআর পদ্ধতি।
আরও পড়ুন:
এ বিষয়ে নিজ দলের অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বারবারই বলেছি, পিআরের বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার। আমরা পিআরের পক্ষে নই। আমরা মনে করি যে, বাংলাদেশে পিআরের কোনো প্রয়োজনীয়তা নাই।’
ইসলামী দলগুলোর উদ্ধৃতি দিয়ে জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধে যে দাবি করা হয়েছে, এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, ‘এ ব্যাপারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার, তা আমরা আগেই বলেছি। এখনও বলছি। আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে না।’
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রী রাহাত আরা বেগমের চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





