সখীপুর উপজেলা বিএনপির সভাপতি সাজুকে সাময়িক অব্যাহতি

শাজাহান সাজু
শাজাহান সাজু | ছবি: সংগৃহীত
0

টাঙ্গাইলের সখিপুর উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে অনিবার্য কারণবসত সাময়িক অব্যাহতি দিয়েছে জেলা বিএনপি। আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল লিখিতভাবে তাকে অব্যাহতি দেন।

লিখিতভাবে জানানো হয়, এতদ্বারা সখীপুর উপজেলা বিএনপি এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণে উপজেলা বিএনপির সভাপতি শাজাহান সাজুকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো এবং সহ-সভাপতি নাজিম মাস্টারকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।

আরও পড়ুন:

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার বিরুদ্ধে তদন্ত করা হবে। তদন্তে প্রমাণিত হলে তাকে স্থায়ী বহিষ্কার করা হবে।’

এসএস