জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো হুংকার নির্বাচন বাধাগ্রস্ত করতে পারবে না: ডা. জাহিদ

কথা বলছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন
কথা বলছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন | ছবি: এখন টিভি
2

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণকে গণতন্ত্র ও ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারলে কোনো হুংকারেই আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। তিনি বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র যদি থাকে, সংস্কার বাস্তবায়ন হবে, বিচার হবে, লুন্ঠনকৃত অর্থ ফেরত আসবে।’

আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় দিনাজপুরের হিলিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় কার্যক্রমের গতিশীলতা বাড়াতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন:

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আজকে যে মব সন্ত্রাস করা হচ্ছে সেটি বন্ধ হবে। সর্বোপরি বাংলার মাটিতে স্বৈরাচারের বিচার হবে।’

সেজু