কুষ্টিয়ায় ভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা
কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর মতবিনিময় সভা | ছবি: এখন টিভি
6

কুষ্টিয়ায় ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। আজ (বুধবার, ১৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা করে দলটি।

কুষ্টিয়া শহর জামায়াত আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি মাওলানা আমির হামজা।

সংগঠনটির শহর শাখার আমির এনামুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য খন্দকার একে এম আলী মুহসীন, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মওলানা আবুল হাশেম প্রমুখ।

এসময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সম্প্রদায়ের মানুষের আস্থার ঠিকানা ও নিরাপদ আশ্রয়। দুর্নীতিমুক্ত, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠাতা জামায়াতে ইসলামীকে একবার ক্ষমতায় যেতে দিয়ে পরীক্ষা করার আহ্বান জানান তারা।

তাই সব ধর্মাবলম্বীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থেকেই দেশে শান্তি এবং সম্প্রীতি নিশ্চিত করে এগিয়ে যাওয়ার লক্ষে কাজ করতে চায় বলে মন্তব্য করেন দলটির নেতারা।

এসময় মতবিনিময় সভায় জেলায় বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশ নেয়।

সেজু