মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক সংকট কাটিয়ে উঠতে তারেক রহমান ও প্রধান উপদেষ্টার বৈঠক ভূমিকা রাখবে। এই সাক্ষাৎ রাজনীতিতে একটা বড় ইভেন্ট ও টার্নিং পয়েন্ট। বৈঠকে অনেক সমস্যার সমাধান হবে, রাজনীতিতে নতুন ডাইমেনশন আসবে; সম্ভাবনা তৈরি হবে।’
তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ নিয়ে বিএনপির যে অবস্থান, সে বিষয়ে ফলপ্রসূ আলোচনা হবে। নতুন রাজনৈতিক চিন্তা সৃষ্টির ফলে সরকারে চাপ বা চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। দুই নেতার বৈঠক একটা বড় সুযোগ অনেক সমস্যা সমাধান করার।’
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য সবাইকে দায়িত্বশীল হওয়া উচিৎ। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে জাতীয় ঐক্য প্রয়োজন। এখনো সংস্কার ও নির্বাচন মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। কেয়ারটেকার ছাড়া সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা কম।’
দলের মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে জাতি ঐক্যবদ্ধ। বিভাজিত হলে বাইরের শক্তি সুযোগ নেবে। দলের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রয়েছে।’