আজ (রোববার, ২৫ মে) দুপুরে চট্টগ্রামে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেয়ার বিরুদ্ধে এক প্রতিবাদ সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
এসময় গয়েশ্বর বলেন, ‘বিগত আমলে যারা লুটপাট করেছে, তাদের লুটপাট এখনও বন্ধ করতে পারেনি এই সরকার।’
তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকার প্রধান তার ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করতে অন্যদের সুবিধা দিয়ে আরো বেশি দিন ক্ষমতায় থাকতে চায়।
গয়েশ্বর মনে করেন, বর্তমান সরকারপ্রধান এনসিপির কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়ে পদত্যাগে কথা বলেছেন, যেটা দলটির আহ্বায়ক উল্লেখ করেনি।
আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন।