ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির দাবিতে নয়াপল্টনে পদবঞ্চিতদের মিছিল

নয়াপল্টনে ছাত্রদলের মিছিল
নয়াপল্টনে ছাত্রদলের মিছিল | ছবি: এখন টিভি
0

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা মিছিল করেছে। আজ (মঙ্গলবার, ১৩ মে) বিকেলে নয়াপল্টনে ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে মিছিল শুরু করে নাইটিঙ্গল মোড় ঘুরে দলটির কার্যালয়ের সামনে জড়ো হন।

মিছিল শেষে পদবঞ্চিত নেতাকর্মীদের বিভিন্ন দাবি তুলে ধরেন গণমাধ্যমে। এসময় তারা জানান, বিগত সময়গুলোতে অসংখ্যবার হামলা-মামলার শিকার হয়েও দলীয় পদ না পেয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন।

ছাত্রদলের আংশিক কমিটিতে জায়গা না পেয়ে দলটির নীতিনির্ধারকদের সঙ্গে বারবার যোগাযোগ করলেও কোনো সমাধান পাননি তারা। জানান, ধৈর্যের বাধ ভেঙে পদবঞ্চিতরা মিছিল বের করেন।

এসময় পদবঞ্চিতদের মূল্যায়ন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে পূর্ণাঙ্গ কমিটি দেবার অনুরোধ জানান বঞ্চিত নেতাকর্মীরা।

এসএস