নাটোরে পত্রিকার সম্পাদককে বেধড়ক পিটিয়ে হাত ভেঙে দিলো দুর্বৃত্তরা

অপরাধ ও আদালত
এখন জনপদে
0

নাটোরের স্থানীয় দৈনিক পত্রিকা প্রান্তজনের সম্পাদক ও কলেজ শিক্ষক সাজেদুল ইসলাম সেলিমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এসময় বেধড়ক মারপিট করে তার বাম হাত ভেঙ্গে দিয়েছে। হামলাকারীরা বিএনপির কর্মী উল্লেখ করে এ ঘটনায় নিন্দা ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নাটোরের গণমাধ্যমকর্মীরা।

আজ (রোববার, ৬ এপ্রিল) দুপুর সোয়া ১২টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানান, রোববার দুপুর সোয়া বারোটার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রকলা বাজারে স্থানীয় বিএনপি কর্মী আব্দুল ওহাবের নেতৃত্বে ৮-১০ জন দুর্বৃত্ত সাজেদুল ইসলাম সেলিমের পথ রোধ করে পাশের একটি চায়ের দোকানে নিয়ে যায়। তার মোবাইল ছিনিয়ে নিয়ে হকিস্টিক ও বাটাম দিয়ে অতর্কিতভাবে বেধড়ক মারপিট করে।

এ সময় কলেজে আর না আসার জন্য হুমকি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় সেলিমকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

চিকিৎসকরা জানান, মারপিটে তার বাম হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত করায় তাকে অক্সিজেন দিয়ে সদর হাসপাতালে রাখা হয়েছে।

এসময় খবর পেয়ে নাটোরের গণমাধ্যমকর্মীরা হাসপাতালে ছুটে যান। দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গণমাধ্যমকর্মীরা।

তবে ঘটনাস্থল এবং হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেওয়ার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান।

ইএ