আজ (সোমবার, ৩১ মার্চ) সকাল সোয়া ৯টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ মাঠে ঈদ জামাত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, 'আগামী তিন-চার মাসের মধ্যেই নির্বাচন দেয়া উচিত। নির্বাচন হলো গণতন্ত্রের অঙ্গ। নির্বাচন হলে জনগণ তাদের ইচ্ছেমতো সরকারকে বসাতে পারবে।'
খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, 'গণতান্ত্রিক সরকার না এলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাবে। আমরা চাই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার আসুক। যে দলই আসুক তারা সংস্কারের কাজগুলো করবে। এ সরকারের উচিত নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার, সেটুকু করা।'
জেলা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জেলা জামে মসজিদের খতিব মুফতি সিবগাতুল্লাহ নূর। পরে নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মুনাজাত করা হয়।
এবার জেলার বিভিন্ন স্থানে প্রায় ১৩শ' ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৭৮০টি ঈদগাহ মাঠ এবং ৫১০ টি মসজিদের ঈদের জামাতে নামাজ আদায় করেন মুসল্লিরা। ঈদ জামাতকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী।