আজ (রোববার, ২৩ মার্চ) বিকেলে চাঁদপুর শহরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় জেলা অধিকার পরিষদ আয়োজিত দোয়া ও ইফতারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরো পড়ুন: কোনো বিরাজনীতিকরণ ও সামরিক সরকারের চেষ্টা মেনে নেব না: নাহিদ ইসলাম
নুরুল হক নুর বলেন, ‘যারা ছাত্র আন্দোলনের দায়িত্বশীল অবস্থায় আছেন, তারা দায়িত্বশীল কথা বলুন। এমন কোন কথা বলবেন না, যা ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটার রাস্তা তৈরি করে দেবে।’
হাসনাত আব্দুল্লাহর করা ফেসবুক পোস্ট বিস্তারিত পড়তে: হাসনাত আব্দুল্লাহর 'বিস্ফোরক' ফেসবুক পোস্ট
এ সময় তিনি দেশের কোনো বাহিনী বা প্রতিষ্ঠানকে বিতর্কিত না করার আহ্বান জানান এবং অন্তত আগামী ১০ বছর দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।
আরো পড়ুন: ‘সেনাপ্রধানকে সরানো বা এরকম কোনো প্রশ্ন কখনো আসেনি’
ইফতার পার্টিতে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খানসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।