তিনি বলেন, ‘রিফাইন্ড হোক আর যে কোনো ফরমেটে হোক আওয়ামী লীগের পুনর্বাসন করতে দেয়া হবে না।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘ফেসবুক পোস্ট নিয়ে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে স্পষ্ট করা হবে।’
এর আগে শুক্রবার (২১ মার্চ) ফেসবুক পোস্টে তিনি লেখেন, ২৪ এর ছাত্র নাগরিকদের গণ অভ্যুত্থানকে ৫ আগস্ট ক্যান্টনমেন্টের সেই লুটেরা এবং তাদের জায়েজকৃত অবৈধ বাচ্চাদের হাতে তুলে দেবার প্রচেষ্টা চালায়। সেদিন ছাত্রদের ঐতিহাসিক ভূমিকার কারণে তারা পিছিয়ে আসে। কিন্তু তারা ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত রাখে।
নাসীরুদ্দীন পাটওয়ারী করা ফেসবুক পোস্ট বিস্তারিত পড়তে: দিল্লি-আওয়ামী লীগ প্রশ্নে এই প্রজন্ম ঐক্যবদ্ধ: এনসিবির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন
পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমানে তারা (ক্যান্টনমেন্টের ষড়যন্ত্রকারীরা) দেশের ছাত্র নাগরিকদের গণতন্ত্রের পথরুদ্ধ করার অভিপ্রায়ে ২৪ এর খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগ পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছে।
এদিকে আওয়ামী লীগকে রাজনীতি ও নির্বাচনে ফেরাতে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
আরো পড়ুন: কোনো বিরাজনীতিকরণ ও সামরিক সরকারের চেষ্টা মেনে নেব না: নাহিদ ইসলাম
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে বিশদ তুলে ধরে বেশ কিছু বিষয় নিয়ে অভিযোগের তীর ছুড়েছেন।
তিনি লিখেন, আমিসহ আরো দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় ১১ই মার্চ দুপুর ২:৩০এ। আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই। আমাদেরকে বলা হয়- ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে-তারা শর্তসাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে। একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগসহ একাধিক বিরোধী দল থাকা না-কি ভালো।
হাসনাত আব্দুল্লাহর করা ফেসবুক পোস্ট বিস্তারিত পড়তে: হাসনাত আব্দুল্লাহর 'বিস্ফোরক' ফেসবুক পোস্ট
সম্প্রতি সেনাবাহিনীকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সে পোস্টের বিষয়ে ‘কিছুটা দ্বিমত’ পোষণ করে নতুন করে পোস্ট করেছেন এনসিপির আরেক সংগঠক সারজিস আলম।
আজ (রোববার, ২৩ মার্চ) বেলা সোয়া ১২টার কাছাকাছি সময়ে তিনি এ পোস্ট দেন। তাতে সারজিস আলম লিখেছেন, ‘সেদিন (১১ মার্চ) সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি।’
সারজিস আলমের ফেসবুক পোস্ট বিস্তারিত পড়তে: হাসনাত আবদুল্লাহর বক্তব্যে ‘কিছুটা দ্বিমত’ জানিয়ে সারজিসের ফেসবুক পোস্ট